Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

                                                                                                                     উপজেলা পরিবার পরিকল্পনা অফিস

                                                                                                                                 নবীগঞ্জ,হবিগঞ্জ।

       ১৯৭৭ সালে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ভবনটি  হাসপাতাল রোড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ‍উত্তর পাশে অবস্থিত।এর মধ্যে ০১জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,০১ জন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা,০৩ জন পরিবার পরিকল্পনা সহকারী ও ০১ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কর্মরত আছেন। মাঠ পর্যায়ে বিভিন্ন পদে নিযুক্ত কর্মচারীর গণের  সম্মিলিত প্রচেষ্ঠায় পরিবার পরিকল্পনা কার্যক্রম বেগবান হচ্ছে। বাল্য    বিয়ে  প্রতিরোধ ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা,জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকারের অস্থায়ী ,স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি সর্ম্পকে জনগণকে অবহিত  করা ও বিভিন্ন  কন্ট্রাসেপটিভ  ঔষধ প্রদান করা হয়  । উপজেলা পর্যায়ে সেবাকেন্দ্রে মাঠপর্যায়ে কর্মরত মাঠকর্মীগণ যারা স্থায়ী পদ্ধতি নিতে আগ্রহী সেই সব ক্লায়েন্টদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন কার্যক্রম  সম্পাদিত হয় । ক্লায়েন্টদের যাতায়াত ও খাদ্য ভাতা প্রদান করা হয়। মাঠপর্যায়ে আমাদের   প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা কর্তৃক  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা সম্পাদন করা হয়। কমিউনিটি ক্লিনিকে পরিবার কল্যাণ সহকারীগণ সপ্তাহে দুই দিন সেবা প্রদান করে থাকেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়  প্রতি মাসে দুটি মাসিক সভায় কর্মীদের মাঠপর্যায়ে সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ও বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা পরিবার পরিকল্পনা   অফিসে    কর্মরত পরিবার পরিকল্পনা সহকারীগণ উপজেলা পরিবার পরিকল্পনা গুদাম হতে সঠিক সময়ে মালামাল বিতরন করেন। বিভিন্ন ডাটাবেজ সম্পাদন ,প্রতিবেদন তৈরী ও সময়মত দাখিল করা  এবং হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদন করেন।